খবররাজনীতিরাজ্য

বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব কৈলাসে, সহ-পর্যবেক্ষক পদে মালব্য, মেনন

স্টাফ রিপোর্টার : বঙ্গে ফের একবার কৈলাসেই আস্থা রাখছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। পদ্মশিবির সূত্রে খবর, পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষকের দায়িত্ব আবারও ফিরে পাচ্ছেন কৈলাস বিজয়বর্গীয়। বিধানসভা নির্বাচনের পর তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার আগে বছর দুয়েক কৈলাস-মুকুল জুটির ভাল রকমের প্রভাব ছিল বঙ্গ বিজেপিতে।

কিন্তু মুকুল এখন পদ্ম ছেড়ে গিয়ে বসেছেন ঘাসফুলে। তাই একা কৈলাসের কাঁধে পুরো দায়িত্ব না দিয়ে তাঁর সহকারি করা হয়েছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যকে। পাশাপাশি অরবিন্দ মেননও সহকারি পর্যবেক্ষকের গুরুদায়িত্ব পেয়েছেন বলে খবর বিজেপি সূত্রে।

Related Articles

Back to top button
error: Content is protected !!