
বিশ্ব সমাচার, বারুইপুর: বুধবার, মহালয়ার দিন দুর্গাপুজো উপলক্ষে বারুইপুর প্রেস ক্লাবের ম্যাগাজিন জাগরীর উদ্বোধন হল বারুইপুর জেলা পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক জয়দীপ চক্রবর্তী, বারুইপুরের মহকুমা শাসক সুমন পোদ্দার, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বারুইপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি বিশ্বজিৎ নস্কর সহ প্রেস ক্লাবের সদস্যরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তাঁদের উত্তরীয়, একটি করে গাছ, ছবি ও পেন উপহার দেওয়া হয়। অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনী সংগীত দিয়ে। এই পত্রিকায় বারুইপুর প্রেস ক্লাবের সাংবাদিকদের নিজেদের লেখা কবিতা, গল্প, শ্রুতি নাটক প্রকাশিত হয়েছে। অন্যদের লেখাও আছে।