খেলা
প্লে অফের রাস্তা মসৃণ করতে আজ মাঠে নামছে কলকাতা

সংবাদ সংস্থা : এ বারের আইপিএল-এর লিগ পর্বে বাকি মাত্র চারটে ম্যাচ। বৃহস্পতিবার এবং শুক্রবার সেই চারটি ম্যাচে প্রশ্ন শুধু একটাই। লিগে চার নম্বর দল কে হবে, কলকাতা না মুম্বই? দুই দলেরই পয়েন্ট ১২। একটি ম্যাচ বাকি তাদের। বৃহস্পতিবার শেষ ম্যাচে কলকাতা মুখোমুখি হবে রাজস্থানের।
সেই ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে প্লে অফের রাস্তা মসৃণ করার সুযোগ রয়েছে নাইটদের। শুক্রবার মুম্বই খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে। সেই ম্যাচে শুধু জেতা নয়, বড় ব্যবধানে জেতার কথা ভাবতে হবে রোহিত শর্মাদের। তা না হলে এ বারের আইপিএল-এ লিগ পর্বেই যাত্রা শেষ হয়ে যাবে গত বারের চ্যাম্পিয়নদের।