
রবীন্দ্রনাথ সামন্ত, পাথরপ্রতিমা: বুধবার পাথরপ্রতিমায় অনুষ্ঠিত হয় আইনি সচেতনতা শিবির। রামগঙ্গা গ্রাম পঞ্চায়েতে সকাল ১১টায় এই শিবিরের সূচনা করা হয়। এখানে মহিলাদের সুরক্ষার জন্য আইনি পরামর্শ দেওয়া হয়। শিবিরে প্রায় ৫০ জন মহিলা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলে।
শেষ হয় বিকেল চারটেয়। আইনি পরিষেবা শিবিরে উপস্থিত ছিলেন পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি আবদুর রেজ্জাক, জেলা জজ প্লাবন মুখোপাধ্যায়, কাকদ্বীপ বার অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত পাহাড়ি, সম্পাদক মনোজ পন্ডা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।