
রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডল, নামখানা: নামখানা ব্লকের সাত মাইল বাজারে পিপল ব্লাড ব্যাংক ও সাত মাইল রক্তদান শিবির কমিটির যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। করোনার অতিমারিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতেই এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা মালি মণ্ডল, জিবিডিএ-এর নবনিযুক্ত চেয়ারম্যান শ্রীমন্তকুমার মালি, হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ধীরেনকুমার দাস, নামখানা পঞ্চায়েত সমিতির শিক্ষা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ অতনু দাস, বিশিষ্ট সমাজসেবী অখিলেশ বারুই প্রমুখ। এদিন ১০০ জনের বেশি রক্ত দান করেন।