খবরদেশরাজ্য

ত্রিপুরার জন্য কমিটি গঠন তৃণমূলের

স্টাফ রিপোর্টার : এবার সেই ত্রিপুরার জন্য স্টিয়ারিং কমিটি গড়ল তৃণমূল । সুবল ভৌমিক, সুস্মিতা দেব সহ মোট ১৯ জন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।বুধবার তৃণমূলের তরফ থেকে এসেই স্টিয়ারিং কমিটি তৈরির বিবৃতি প্রকাশ করা হয়েছে। তালিকায় স্টেট কনভেনার হিসেবে নাম রয়েছে সুবল ভৌমিকের।

এছাড়া সুস্মিতা দেবের কোনও বিশেষ পদ না থাকলেও তিনি সেই কমিটিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তা স্পষ্ট। এই কমিটিতে একদিকে যেমন নবীণ ও প্রবীণ নেতাদের জায়গা দেওয়া হয়েছে, তেমনই গত কয়েক মাস ধরে ত্রিপুরায় যারা লড়াই করছেন সেই সব নেতা-নেত্রীদেরও জায়গা দেওয়া হয়েছে।

সুস্মিতা দেব ও সুবল ভৌমিক ছাড়া এই কমিটিতে রয়েছেন প্রকাশ চন্দ্র দাস, আশিস লাল সিং, কৃষ্ণ নাথ, ডক্টর দেবব্রত রায়, আব্দুল বসিত খান, ত্রিদীব দত্ত, শম্পা দাস, কল্পা মোহন ত্রিপুরা, মামুন খান, নীলকান্ত সিনহা, শর্মিষ্ঠা সরকার, রবি চৌধুরী, শিবানী সেনগুপ্তা, ইদ্রিস মিঞা, অঞ্জন চক্রবর্তী, অনিতা দাস ও মলিন জামাতিয়া।

Related Articles

Back to top button
error: Content is protected !!