
স্টাফ রিপোর্টার : ডিভিসির জল ছাড়া নিয়ে বিগত বেশ কয়েকদিন ধরেই কেন্দ্রকে তোপ দেগে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতির জন্য বরাবরই ডিভিসিকে তোপ দেগে এসেছেন মমতা। এই আবহে এবার ডিভিসি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।প্রধানমন্ত্রীকে লেখআ আগের চিঠি জবাব পাননি বলে নয়া চিঠিতে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতি নিয়ে সরাসরি মোদীর হস্তক্ষেপ দাবি করেন মমতা। তিনি লেখেন, ‘আমি অবিলম্বে আপনার হস্তক্ষেপ কামনা করছি এবং অনুরোধ করছি যাতে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সরকার এবং দামোদর ভ্যালি কর্পোরেশনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। বছরের পর বছর আমাদের রাজ্যের এই সমস্যার স্থায়ী সমাধানে পৌঁছাতে তা সাহায্য করবে।’
মুখ্যমন্ত্রী আরও লেখেন, ‘আমি দুঃখের সাথে বলছি যে আপনাকে লেখা আমার আগের চিঠির জবাব এখনও কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি যে বিষয়গুলি উত্থাপন করেছি তা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করে, এবং আমি অনুরোধ করব যে কেন্দ্র আর দেরি না করে কিছু গুরুতর পদক্ষেপ নেবে।’