
হেদায়তুল্লা পুরকাইত, ডায়মন্ড হারবার:
পিতৃপক্ষের অবসান। দেবীপক্ষের শুরু থেকে পিতৃতর্পণের জন্য ডায়মন্ড হারবার পুরসভা এবং ডায়মন্ড হারবার ১ ও ২ নং ব্লকের হুগলি নদীর বিভিন্ন ঘাটে ভিড় করেন পুণ্যার্থীরা। বুধবার মহালয়ার ভোর থেকে পিতৃতর্পণ করতে দেখা যায় বহু মানুষকে। আর পিতৃতর্পণের ভিড়ে পাওয়া গেল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা।এদিন হিন্দু, মুসলমান উভয় সম্প্রদায়ের মিলনে রায়চক এবং ডায়মন্ড হারবারে হুগলি নদীতে শুরু হয় মহালয়ার পিতৃতর্পণ।
রায়চক নদীঘাটে পিতৃতর্পণ করে অরুময় গায়েন জানান, বাংলায় সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই। সকল ধর্মের মানুষ এক সঙ্গে মিলিতভাবে আজ এই মহালয়ার পিতৃতর্পণে শামিল হলেন। সামিম আহমেদের নেতৃত্বে রায়চক নদীঘাটে পিতৃতর্পণ দিতে আসা পুণ্যার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে।
সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সামিম আহমেদর নেতৃত্বে ভোর থেকে যে সকল পুণ্যার্থী রায়চকে এসেছেন পিতৃতর্পণের জন্য, তাঁদের যাতে কোন সমস্যা না হয়, তার জন্য যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। পুলিশ-প্রশাসনের পাশাপাশি দলের কর্মীরাও নজরদারি চালিয়েছেন। সেই সঙ্গে টিফিনের ব্যবস্থাও করা হয়েছে।