
স্টাফ রিপোর্টার : কয়লাকাণ্ডে ফের আইপিএস জ্ঞানবন্ত সিংকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আগামী ১১ অক্টোবর ইডির দিল্লি অফিসে তলব করা হয়েছে জ্ঞানবন্তকে। এই নিয়ে তৃতীয়বার তলব করা হল জ্ঞানবন্ত সিংকে।প্রথমবার তলবের পর তিনি হাজিরা দেননি। এরপরই দ্বিতীয় বার ফের ডেকে পাঠায় ইডি। প্রায় পাঁচ ঘন্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লিতে ইডির সদর দফতরে।
তার পরও বেশ কিছু তথ্য কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার জানার রয়েছে। ইডির তরফে দাবি করা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে জ্ঞানবন্ত সিংকে জিজ্ঞাসা করা প্রয়োজন। সে কারণেই ফের ১১ অক্টোবর দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে তাঁকে। সেখানকার তদন্তকারী অফিসারের মুখোমুখি হয়ে তাঁকে তদন্তে সহযোগিতা করার কথা বলা হয়েছে।