
সংবাদ সংস্থা : মহালয়ার দিন দাম বাড়ল রান্নার গ্যাসের৷ সিলিন্ডার প্রতি 15 টাকা দাম বেড়েছে৷ কলকাতায় রান্নার গ্যাসের দাম 926 টাকা হয়েছে৷কলকাতায় পেট্রলের দাম 103.36 টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম 94.17 টাকা প্রতি লিটার৷ রাজধানী দিল্লিতে রান্নার গ্যাসের বর্ধিত দাম হয়েছে 899.50 টাকা৷
পাশাপাশি পেট্রল এবং ডিজেলের দামও বেড়েছে৷ পেট্রলের দাম লিটার প্রতি 30 পয়সা বেড়েছে এবং ডিজেলের দাম বেড়েছে 35 পয়সা প্রতি লিটার৷ দিল্লিতে পেট্রলের বর্ধিত দাম 102.94 টকা প্রতি লিটার এবং ডিজেলের দাম 91.42 টাকা প্রতি লিটার৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানির দাম বাড়ায় রান্নার গ্যাসের দাম বেড়েছে বলে জানানো হয়েছে৷
ভর্তুকিযুক্ত এবং ভর্তুকিবিহীন রান্নার গ্যাসের দাম দুই সমানভাবে বেড়েছে বলে জানিয়েছে তেল সংস্থার এক আধিকারিক৷ বুধবার থেকেই নতুন দাম লাগু হয়ে গেছে বলে জানিয়েছেন ওই আধিকারিক৷